সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৬:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ জুলাই) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে শহরের নিউ মার্কেট মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরার জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বর্তমান সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, বেলাল হোসাইন, ফরিদ আহমেদ ময়না, মশিউর রহমান ফিরোজ, এস এম বিপ্লব হোসেন, মুনছুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ইমরান হোসেন, সাংবাদিক আমিনুর রহমান, ইদ্রিস আলী ও জাহিদুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যার অন্যতম কারণ পুলিশের নিষ্ক্রিয়তা ও দুর্নীতি। তারা বলেন, পুলিশ জনগণের করের টাকায় চললেও জনসেবা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। বক্তারা গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবির পাশাপাশি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের ওপর ৩০ জুন সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
১১৯ বার পড়া হয়েছে