সর্বশেষ

জাতীয়

জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বডি ক্যামেরা কিনবে সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৫:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ৪০ হাজার বডি-ওয়্যার্ন ক্যামেরা (বডিক্যাম) সংগ্রহের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী এবং ফয়েজ তৈয়ব আহমেদ উপস্থিত ছিলেন।

 

সভা শেষে ফয়েজ তৈয়ব আহমেদ জানান, এই বডিক্যামেরা সংগ্রহের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, “অক্টোবরের মধ্যেই আমরা এই ডিভাইসগুলো হাতে পেতে চাই, যাতে নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা এআই সুবিধাসম্পন্ন বডিক্যামের ব্যবহারে প্রশিক্ষণ নিতে পারেন।”

 

জানা গেছে, জার্মানি, চীন এবং থাইল্যান্ডের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ সরকার ক্যামেরা সরবরাহের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। নির্বাচনের সময় মাঠপর্যায়ের পুলিশ অফিসার ও কনস্টেবলরা এসব ক্যামেরা পরিধান করবেন, যা ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক হবে।

 

প্রধান উপদেষ্টা ইউনূস কর্মকর্তাদের নির্দেশ দেন দ্রুততম সময়ের মধ্যে এই বডিক্যামের ক্রয় সম্পন্ন করতে এবং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে। তিনি বলেন, “সকল ভোটকেন্দ্রে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই হবে — খরচ যতই হোক না কেন। আমাদের লক্ষ্য হলো ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে রূপ দেওয়া।”

 

নির্বাচনী অ্যাপ চালুর পরিকল্পনা:

বৈঠকে আরও জানানো হয়, আসন্ন নির্বাচনের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে। প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী জানান, অ্যাপটির মাধ্যমে ভোটাররা প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্রের হালনাগাদ তথ্য এবং অভিযোগ দাখিলের সুযোগ পাবেন।

 

প্রধান উপদেষ্টা অ্যাপটি দ্রুত চালু করার নির্দেশ দেন এবং তা যেন দেশের ১০ কোটির বেশি ভোটারের জন্য ব্যবহারবান্ধব হয়, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন