যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের সমর্থনে বিক্ষোভ ও গ্রেফতার ৪৭৪

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অভিযোগের ভিত্তিতে সংজ্ঞায়িত ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর, তাদের সমর্থনে যুক্তরাজ্যে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং কমপক্ষে ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। গত মাসে ব্রিটিশ সরকার এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোববার (১০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্ট স্কোয়ার, লন্ডনের ওয়েস্টমিনস্টারে, ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি আয়োজন করে ডিফেন্ড আওয়ার জুরিস নামে একটি ক্যাম্পেইন গ্রুপ। পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে পার্লামেন্ট স্কোয়ারে জড়ো হয়ে তাঁদের সমর্থন প্রকাশ করে, ফলে তাদের গ্রেফতার করা হয়।
বিবিসি জানিয়েছে, বিক্ষোভের শুরুতে পার্লামেন্ট স্কোয়ারে প্রায় ৫০০ থেকে ৬০০ জন মানুষ উপস্থিত ছিলেন, যেখানে অনেক দর্শক ও সংবাদমাধ্যমের কর্মীও উপস্থিত ছিলেন। এর মধ্যে অনেকের হাতে কোনও প্ল্যাকার্ড ছিল না। এরপর সন্ধ্যা ৬টার দিকে, অভিযোগে ভিত্তিতে, প্রায় ৩৬৫ জনকে গ্রেফতার করা হয়। পরে আরও বেশ কয়েকজনের গ্রেফতারির খবর আসে। এছাড়াও পুলিশের ওপর হামলার অভিযোগে পাঁচজনসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়, তবে কেউ গুরুতর আহত হননি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক্সে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, এখন পর্যন্ত ৪৬৬ জনকে গ্রেফতার করেছে তারা।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, কিছু বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকার মতো সাদা-কালো স্কার্ফ পরেছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যেমন ‘তোমাদের লজ্জা হওয়া উচিত’ এবং ‘গাজা থেকে হাত গুটাও’। কিছু প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি গণহত্যার বিরোধী, প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থক’।
আলজাজিরার প্রতিবেদক সোনিয়া গালেগো বলেছেন, গ্রেফতার বা শাস্তির ভয় থাকলেও, প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থকরা তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, এমনকি ‘আই সাপোর্ট প্যালেস্টাইন অ্যাকশন’ লেখা টি-শার্ট বা কাগজ ধরে থাকলেও তাদের গ্রেফতার করা যেতে পারে।
লন্ডনের লেবার পার্টির এমপি জন ম্যাকডোনেল এক্সে লিখেছেন, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য মানুষকে গ্রেফতার করা লজ্জার বিষয়।
অন্যদিকে, ইসরাইলের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদে, প্যালেস্টাইন অ্যাকশনের কিছু সদস্য যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে অনুপ্রবেশ করে কিছু বিমান ক্ষতি করার অভিযোগও ওঠে। এর জের ধরে, গত জুলাইয়ে ব্রিটিশ আইনপ্রণেতারা এই সংগঠনটিকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করে।
১০৬ বার পড়া হয়েছে