সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ড: অপরাধী চক্রের মূল হোতা কেটু মিজান

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৫:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

অন্ধকার জগতের বাসিন্দা কেটু মিজান, যিনি এক সময়ের পরিচিত একটি অপরাধী চক্রের নেতা, দিন দিন আরও হিংস্র হয়ে উঠছেন। গ্রেপ্তারির পরও তার অপ্রকাশ্য আত্মবিশ্বাস ও ঔদ্ধত্যের প্রকাশ দেখা গেছে। আদালতে নেওয়ার সময় তিনি পুলিশের দিকে চোখ পাকিয়ে বলেন, ‘আপনারা নাটক-সিনেমা-ছবি করেন, আমি করি রিয়েল।’

তুহিনের গলা কেটে হত্যার পরেও তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। বরং তিনি হত্যাকাণ্ডের পরও সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে নিয়ন্ত্রণকারী এই চক্রের মূল নেতা কেটু মিজান এবং তার স্ত্রীর নেতৃত্বে গড়ে উঠেছিল একটি অপরাধের রাজ্য। মোড়ের এই এলাকাটি প্রতিদিন হাজারো মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গোলাপী প্রতারণার ফাঁদে যুবকদের জোরপূর্বক আনা, হানিট্র্যাপের মাধ্যমে লুটপাট—এসবের মাধ্যমে তারা নিজেদের অপরাধ জাল বিস্তৃত করেছিল।

এই চক্রের মূল সদস্যরা হলেন মো. স্বাধীন, আল আমিন, শাহ জালাল, ফয়সাল হাসান, সাব্বির সুমন এবং শহীদুল ইসলাম—যারা সবাই বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, মাদক, ছিনতাইসহ মোট ২৯টি মামলা রয়েছে, যার মধ্যে কেবল মিজান ১৫টি মামলার আসামি।

গত বৃহস্পতিবার রাতে এই চক্রের প্রতারণা ও হামলার শিকার হন শেরপুরের যুবক বাদশা মিয়া, যার ঘটনাস্থলে থাকা সাংবাদিক তুহিনের ভিডিও ধারণ করাতেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত। বাদশাকে কোপানোর দৃশ্য ধারণ করতে গিয়েই এই ভয়ঙ্কর গ্রুপের রোষানলে পড়েন তুহিন। প্রকাশ্যে তার গলা কেটে হত্যার ঘটনা ঘটায় তারা। এর মধ্যেই গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্তরা।

গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তুহিনের হত্যাকাণ্ডের ঘটনার জন্য জড়িত আটজনকে সনাক্ত করে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ডের জন্য দ্রুত বিচার কার্যক্রম শুরু হবে। পুলিশ বলেছে, নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট না থাকায় এই হত্যা সম্ভব হয়েছে, যা তাদের জন্য বড় ব্যর্থতা।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন