সর্বশেষ

জাতীয়

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান নির্বাচন কমিশনার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার বিকালে তিনি এ তথ্য জানান।

সিইসি রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বলেন, বিগত নির্বাচন প্রক্রিয়ায় জড়িতদের বাদ দিয়ে নতুন লোক নিয়ে নির্বাচন পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও নিরপক্ষভাবে সম্পন্ন হয়, সে জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি, নতুন প্রতিনিধিদের যোগ দেওয়া ও পুরনোদের বাদ দেওয়ার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি রক্ষা করতে ইসি কাজ করছে বলেও জানান সিইসি।

এছাড়া, নির্বাচন প্রচারণায় এআইর ব্যবহারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচনের তারিখ নির্ধারণের দু’মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের আগে রোজা শুরু হওয়ার আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে ইতোমধ্যে সরকার থেকে চিঠি দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো ওই চিঠিতে নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এর আগে, ৫ আগস্ট, গণঅভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসের আগে নির্বাচন আয়োজনের জন্য তিনি সরকারের কাছে চিঠি দেবেন।

চিঠিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখ করা হয়, ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচন যেন স্মরণীয় এক উৎসবে পরিণত হয়, সে লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে। প্রযুক্তির ব্যবহার ও সরকারের সহযোগিতা নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

নির্বাচন কমিশন এই কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন