সর্বশেষ

অর্থনীতি

টিসিবির ট্রাকে মিলবে সস্তায় তেল-চিনি-ডাল, কার্যক্রম শুরু ১০ আগস্ট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাধারণ ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে আবারও ট্রাকসেল কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের নিয়মিত পণ্য সরবরাহের পাশাপাশি এবার সাধারণ মানুষও এই সুবিধা পাবেন। আগামী রোববার, ১০ আগস্ট থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে।

শনিবার (৯ আগস্ট) টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরীতে প্রতিদিন ৬০টি ভ্রাম্যমাণ ট্রাক এবং চট্টগ্রামে ২৫টি ট্রাকের মাধ্যমে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এছাড়া গাজীপুরে ৬টি, কুমিল্লা মহানগরীতে ৩টি, ঢাকা জেলায় ৮টি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে ৪টি, পটুয়াখালী ও বাগেরহাটে ৫টি করে ট্রাক চালানো হবে। এসব ট্রাক শুক্রবার বাদে প্রতিদিন চলবে এবং প্রতিটি ট্রাক থেকে দৈনিক ৫০০ জন সাধারণ মানুষ পণ্য কিনতে পারবেন।

এই ট্রাকসেল কার্যক্রমে বিক্রি হবে:

ভোজ্যতেল (সয়াবিন) – প্রতি লিটার ১১৫ টাকা (আগে ছিল ১৩৫ টাকা)
চিনি – প্রতি কেজি ৮০ টাকা
মশুর ডাল – প্রতি কেজি ৭০ টাকা
এই মূল্য তালিকা শুধু সাধারণ ভোক্তাদের জন্য প্রযোজ্য। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য আগের নির্ধারিত ভর্তুকি মূল্যই বহাল থাকবে।

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা নির্ধারিত ডিলারের মাধ্যমে নিম্নোক্ত হারে পণ্য কিনতে পারবেন:

৫ কেজি চাল – ৩০ টাকা কেজি দরে
২ লিটার সয়াবিন তেল – ১০০ টাকা প্রতি লিটার
২ কেজি মশুর ডাল – ৬০ টাকা প্রতি কেজি
১ কেজি চিনি – ৭০ টাকা
এই চারটি পণ্যের প্যাকেজ মূল্য দাঁড়ায় ৫৪০ টাকা।

টিসিবির এই উদ্যোগ ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে সাম্প্রতিক বাজারদরের উর্ধ্বগতির প্রেক্ষাপটে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন