সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সভা ও মানববন্ধন

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ৮:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে নির্মমভাবে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব প্রাঙ্গণে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

প্রেসক্লাব সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি এম রায়হান (একুশে টিভি), সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু (এটিএন বাংলা), আজাদ রহমান (প্রথম আলো), ফয়সাল আহম্মেদ (এসএ টিভি), সহ-সভাপতি এম রবিউল ইসলাম রবি (এশিয়ান টিভি), আসিফ ইকবাল মাখন (বাংলাভিশন), সোহাগ আলী (সময় টিভি), কামরুজ্জামান লিটন, আবু জাফর রাজু (অবজারভার), সাদ্দাম হোসেন (চ্যানেল ২৪) ও খাইরুল ইসলাম নিরব (আমাদের সময়)।

সভায় বক্তারা বলেন, “সাংবাদিক হত্যা করে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এসব সন্ত্রাসীদের এখনই প্রতিহত করতে হবে।” বক্তারা তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রেস ইউনিটির মানববন্ধন
একইদিন দুপুরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে প্রেস ইউনিটির উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি আসিফ কাজল, প্রেস ইউনিটির সভাপতি সায়েদুল ইসলাম পল্লব, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং জাসদ নেতা অ্যাড. আসাদুজ্জামান আসাদ।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা বা হত্যা গণমাধ্যমকে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা, যা কখনো সফল হবে না। দ্রুত দোষীদের বিচার দাবিও জানান তারা।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন