মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে আর বিভক্তি সৃষ্টির সুযোগ নেই: সালাহউদ্দিন

শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ৮:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্য হয়েছে। তবে এখন আর স্বাধীনতা নিয়ে বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করে রাখা যাবে না।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
“স্বাধীনতার নামে বিভাজনের রাজনীতি হয়েছে”
সালাহউদ্দিন বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা রাজনৈতিকভাবে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভক্ত করা হয়েছে। কিন্তু এখন সময় এসেছে ঐক্যের। স্বাধীনতার পক্ষে বা বিপক্ষে ছিল—এই বিতর্ক টেনে জাতিকে আর বিভক্ত করা যাবে না।”
গণতন্ত্র ও নিরাপত্তা নিয়ে সতর্কতার আহ্বান
তিনি বলেন, “বাংলাদেশকে একটি বৈষম্যহীন, শক্তিশালী ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে।”
“ফ্যাসিবাদ এখন বড় হুমকি”
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য ফ্যাসিবাদ এখন একটি বড় হুমকি। এই ভূখণ্ডকে কেন্দ্র করে জাতীয় বা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র যাতে বাস্তবায়িত না হয়, সে জন্য সশস্ত্র বাহিনী, নিরাপত্তা সংস্থা, বুদ্ধিজীবীসহ সংশ্লিষ্ট সব মহলকে সচেতন থাকতে হবে।”
১০৮ বার পড়া হয়েছে