বান্দরবানে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা প্রতিনিধিদের অংশগ্রহণে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বিভাগীয় কর্মশালা।
শুক্রবার (৮ আগস্ট) বান্দরবান প্রেস ক্লাবে দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বার্ষিক সাধারণ সভা (AGM) এবং ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় চট্টগ্রাম বিভাগের সব জেলার প্রতিনিধিরা অংশ নেন। বিশেষভাবে পার্বত্য জেলাসমূহ থেকে প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ কর্মশালাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক মো. শাহীন রানা। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবির মুহাম্মদ, বিভাগীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী মো. আরিফ, জয়পুরহাট জেলা সভাপতি মো. নাদিম মাহমুদ তমাল, ফেনী জেলা সভাপতি মো. মিজান, কক্সবাজার জেলা সভাপতি মো. জালাল এবং বান্দরবান জেলা শাখার সভাপতি বর্ধন মারমা (জুনান), সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা জেনি ও কোষাধ্যক্ষ সুনিল ত্রিপুরা।
কর্মশালায় অংশগ্রহণকারীরা পাহাড়ি অঞ্চলের পরিবেশগত ও সামাজিক নানা চ্যালেঞ্জ তুলে ধরেন এবং তা মোকাবিলায় বাস্তবভিত্তিক সুপারিশ পেশ করেন। গ্রুপ ওয়ার্কের মাধ্যমে পানি সংকট, পরিবেশ, মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও বিনোদন, তথ্যপ্রযুক্তি, কর্মসংস্থান এবং AGM পরিকল্পনাসহ মোট আটটি খাতে আলাদা আলাদা প্রস্তাবনা তৈরি করা হয়।
নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী বলেন, “পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং স্থানীয় যুবকদের দক্ষতা উন্নয়নই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। এ লক্ষ্যেই ধ্রুবতারার প্রতিটি কর্মসূচি সাজানো হচ্ছে।”
কর্মশালায় বক্তারা স্থানীয় বাস্তবতা অনুযায়ী ভবিষ্যৎ প্রকল্প পরিকল্পনায় যুবসমাজকে অধিকতর অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
Global Greengrants Fund (GGF)-এর সহায়তায় পরিচালিত GGF প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
১০৬ বার পড়া হয়েছে