সর্বশেষ

সারাদেশ

নওগাঁ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৮ বাংলাদেশিকে পুশ-ইন 

মামুনুর রশীদ বাবু. নওগাঁ
মামুনুর রশীদ বাবু. নওগাঁ

শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ৮:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর ধামইরহাট ও সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৮ জন বাংলাদেশিকে অবৈধভাবে দেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৯ আগস্ট) ভোররাতে পৃথক দুটি স্থানে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ধামইরহাট সীমান্ত দিয়ে ১৪ জন পুশ-ইন
বিজিবি সূত্র জানায়, ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্তের ২৭১/১-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে রাত আনুমানিক ৩টার দিকে ভারত থেকে ১৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়। পরে বিজিবির টহল দল সাতনা পাড়ার একটি আমবাগানে ঘোরাফেরা করার সময় তাদের আটক করে।

আটকদের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, ৭ জন নারী ও ৩ জন শিশু। তাদের সবার বাড়ি খুলনা, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।


সাপাহার সীমান্তে আরও ৪ জন আটক
একই রাতে সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের ২৪৬/২-এস মেইন পিলারের কাছাকাছি রসুলপুর গ্রাম থেকে আরও ২ নারী ও ২ শিশুকে আটক করা হয়, যাদের সবাই নড়াইল জেলার বাসিন্দা।

ভারতে অবৈধ অবস্থান, পরে দেশে ফেরত পাঠানো
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কয়েক বছর আগে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং মুম্বাই শহরে নির্মাণশ্রমিক ও গৃহকর্মী হিসেবে কাজ করতেন। পরে ভারতীয় পুলিশের (সিআইডি) হাতে বিভিন্ন সময়ে আটক হন। গত ৭ আগস্ট তাদের পুনে বিমানবন্দর থেকে এনে বিএসএফের মাধ্যমে সীমান্তে পুশ-ইন করা হয়।

বিজিবির হস্তক্ষেপ ও থানায় সোপর্দ
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইকবাল হোসেন। তিনি জানান, আটককৃতদের শুক্রবার সকালে ধামইরহাট ও সাপাহার থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন