সাংবাদিক হত্যা: ‘ছিনতাইয়ের ভিডিও করায়’ খুন, স্বীকারোক্তি দিলেন স্বাধীন

শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ৮:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত আসামি স্বাধীন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
রাতভর জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে স্বাধীন জানিয়েছেন, ছিনতাই ও হামলার ভিডিও ধারণ করাই সাংবাদিক তুহিনের মৃত্যুর কারণ।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী।
তিনি বলেন, “স্বাধীন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, তুহিনকে হত্যা করা হয়েছে কারণ তিনি একটি সংঘর্ষ ও ছিনতাইয়ের ভিডিও ধারণ করেছিলেন।”
ঘটনার বিবরণে র্যাব জানায়, একটি অপরাধচক্রের এক নারী সদস্য ‘বাদশা’ নামে এক ব্যক্তিকে বিরক্ত করছিলেন। উত্তেজনার একপর্যায়ে বাদশা সেই নারীকে মারধর করেন। এ সময় চক্রের অন্য সদস্যরা বাদশাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এই পুরো দৃশ্য মোবাইলে ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন।
ভিডিও ধারণের বিষয়টি চক্রের সদস্যরা বুঝতে পেরে তুহিনকে ভিডিও মুছে ফেলতে বলে। তবে তুহিন নিজের সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান। পরে তারা পাশের একটি মার্কেটের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
র্যাব কর্মকর্তা মামুন খান বলেন, “সিসিটিভি ফুটেজ ও আসামির জবানবন্দি থেকে প্রাথমিকভাবে এটাই হত্যার মূল কারণ হিসেবে নিশ্চিত হওয়া গেছে। তবে তদন্ত চলছে, আরও তথ্য পরে জানা যাবে।”
এ ঘটনায় নিহত তুহিনের বড় ভাই বাসন থানায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে ঘটনার সূত্রপাত ঘটে। বাদশা নামে এক ব্যক্তি এক নারীকে মারধর করলে চক্রের লোকজন তাকে আক্রমণ করে। এই সংঘর্ষই পরে সাংবাদিক তুহিনের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে।
১০৬ বার পড়া হয়েছে