সারাদেশ
যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

শেখ ফারহান সাদাফ, বেনাপোল
শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ৮:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
খুলনা ২১ বিজিবির আওতাধীন পুটখালী বিওপির টহল দল শুক্রবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে সীমান্তের মেইন পিলার ১৭/০৭-এস এর কাছে, বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৩০০ গজ ভেতরে পুটখালী উত্তর পাড়া এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি হলেন মো. আক্তারুল ইসলাম (৪০), পিতা আতিয়ার রহমান বাবু, গ্রাম পুটখালী উত্তরপাড়া, পোস্ট বালুন্ডা, থানা বেনাপোল পোর্ট, জেলা যশোর।
বিজিবি সূত্র জানায়, আটককৃতের কাছ থেকে একটি ইতালি নির্মিত পিস্তল, দুইটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খুরশিদ আনোয়ার জানান, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
১৩৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর