গাজীপুর সাংবাদিক তুহিন হত্যায় অভিযুক্ত ৭ জন গ্রেপ্তার

শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ৭:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৮ জনকে শনাক্ত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এর মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খান।
শনিবার (৯ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "হানিট্র্যাপ চক্রের অপকর্ম ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয়। মামলার তদন্তে অগ্রগতি হয়েছে, অধিকাংশ প্রমাণ আমাদের হাতে রয়েছে।"
গ্রেপ্তার হওয়া আসামিরা:
কেটু মিজান (১৫টি মামলার আসামি)
তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি (হানিট্র্যাপে জড়িত)
আল আমিন (২টি মামলা)
স্বাধীন (২টি মামলা)
শাহজালাল (৮টি মামলা)
ফয়সাল হাসান
সাব্বির (২টি মামলা)
অন্য এক অভিযুক্ত আরমান এখনো পলাতক, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
কমিশনার জানান, সিসিটিভি ফুটেজ, হত্যায় ব্যবহৃত অস্ত্র এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। ভিডিওগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে, এবং পোস্টমর্টেম রিপোর্ট পেলেই চার্জশিট প্রস্তুত করা হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বেশ কয়েকটি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এতে তারা অপরাধের দিকে ঝুঁকছে।
জিএমপি কমিশনারের মন্তব্য, “গাজীপুরকে আওয়ামী লীগের ঘাঁটি মনে করা হয়, তাই রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এখানে নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে।” পাশাপাশি ফোর্সের ঘাটতির কারণে পুরোপুরি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
১১৭ বার পড়া হয়েছে