সর্বশেষ

জাতীয়

অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ ৪:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার আজ এক বছর পূর্ণ করল।

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকার ইতোমধ্যেই নানা সংস্কার ও স্থিতিশীলতার পদক্ষেপ গ্রহণ করেছে।

গত বছরের ঐতিহাসিক গণজাগরণের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। তার আগে টানা ৩৬ দিনের আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানি ঘটে। আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন এবং ভারতে পালিয়ে যান।

৫ আগস্ট পালিত হলো ‘গণঅভ্যুত্থান দিবস’
গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গত ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ পালন করে সরকার। এ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, রমজানের আগেই।

পরদিন ৬ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরুর নির্দেশনা দেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধে তপশিল ঘোষণা করা হবে।

‘জুলাই সনদ’ চূড়ান্ত পর্যায়ে, সংস্কারে গতি
সরকারের পক্ষ থেকে ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষে ‘জুলাই সনদ’ নামে একটি খসড়া নীতিপত্র চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই সনদে নির্বাচন, শাসনব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি, বিচারব্যবস্থা এবং আইনশৃঙ্খলাসহ বিভিন্ন খাতে কাঠামোগত পরিবর্তনের দিকনির্দেশনা থাকবে।

এছাড়া অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নয়টি সংস্কার কমিশন গঠন করেছে। এর মধ্যে রয়েছে:

নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন
পুলিশ সংস্কার কমিশন
বিচারব্যবস্থা সংস্কার কমিশন
দুর্নীতি দমন সংস্কার কমিশন
জনপ্রশাসন সংস্কার কমিশন
স্বাস্থ্য সংস্কার কমিশন
গণমাধ্যম সংস্কার কমিশন
শ্রমিক অধিকার সংস্কার কমিশন
নারীবিষয়ক সংস্কার কমিশন
এসব কমিশন ইতোমধ্যেই সুপারিশমালা জমা দিয়েছে এবং কিছু ক্ষেত্রে সরকার বাস্তবায়ন শুরু করেছে।

অর্থনীতিতে স্থিতিশীলতা: মূল্যস্ফীতি ও রেমিট্যান্সে অগ্রগতি
প্রধান উপদেষ্টা তার ভাষণে জানান, জুন মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.৪৮ শতাংশে, যা গত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। তিনি ডিসেম্বরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, গত বছরের ভয়াবহ বন্যায় কৃষিখাতে ধস নামলেও, সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় বাজার স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। রমজান মাসে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল, যা সরকারের সক্ষমতার প্রমাণ।

অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটি বড় সাফল্য হলো রেকর্ড ৩০৩৩ কোটি ডলার রেমিট্যান্স, যা রপ্তানি আয়কে প্রায় ৯ শতাংশ বাড়িয়ে দিয়েছে। এর ফলে টাকার মান ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে।

গত ১১ মাসে সরকার বৈদেশিক ঋণের কিস্তি বাবদ ৪ বিলিয়ন ডলার পরিশোধ করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বলে জানান ইউনূস।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন