সর্বশেষ

ধর্ম

কবরস্থানে যেসব কাজ থেকে বিরত থাকার নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কবরকে পবিত্র স্থান হিসেবে গণ্য করে ইসলাম ধর্মে কবরস্থানে শালীনতা, সংযম এবং সম্মান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

হাদিসে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে, কবরের ফলক বা দেয়ালে কোরআনের আয়াত, কবিতা, হাদিস, স্তুতিবাক্য বা অন্য কিছু লেখাকে কেন্দ্র করে যেন কবরের পবিত্রতা ক্ষুণ্ন না হয়।

হাদিসের বর্ণনায় এসেছে, জাবের (রা.) বলেন, নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কবর পাকা করা, তার ওপর লেখা, কবরের ওপর ঘর নির্মাণ করা এবং পদদলিত করার বিষয়গুলো থেকে নিষেধ করেছেন। (সুনানে তিরমিজি)

তবে প্রয়োজনে কবর চেনার জন্য চিহ্ন ব্যবহার করা জায়েজ। যেমন, সাহাবি উসমান ইবন মাজউন (রা.)-এর কবর শনাক্ত করতে নবিজি (সা.) নিজ হাতে পাথর এনে তার কবরের পাশে রাখেন। তিনি বলেন, ‘আমার ভাইয়ের কবর চিহ্নিত করলাম, আমার পরিবারের কেউ মারা গেলে এই কবরের পাশে দাফন করবো।’ (সুনানে আবু দাউদ)

কবর জিয়ারতের সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে
ইসলামে কবর জিয়ারত করা সুন্নাত ও সওয়াবের কাজ। এতে মৃত্যু ও আখিরাত স্মরণ হয়, দুনিয়ার মোহ কমে যায়। তবে এ সময় কিছু গুরুত্বপূর্ণ বিধিনিষেধও মেনে চলার নির্দেশ রয়েছে। এক হাদিসে রাসুল (সা.) বলেন, ‘আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো, কেননা তা আখিরাত স্মরণ করিয়ে দেয়।’ (সুনানে ইবনে মাজাহ)

কবরস্থানে যেসব কাজ নিষিদ্ধ
হাদিস ও ইসলামী বিধান অনুযায়ী, কবরস্থানে নিম্নোক্ত কাজগুলো করা নিষিদ্ধ:

১. কবরের ওপর বসা
রাসুল (সা.) বলেন, কবরের ওপর বসার চেয়ে উত্তম হবে আগুনে বসা, যা কাপড় পুড়িয়ে দিয়ে চামড়া পর্যন্ত জ্বালিয়ে দেবে। (সহিহ মুসলিম)

২. জুতো পরে কবরস্থানে হাঁটা
একবার এক সাহাবি জুতো পরে কবরস্থানে হাঁটছিলেন। নবিজি (সা.) তাকে বললেন, ‘হে জুতা পরা ব্যক্তি, জুতা খুলে ফেলো।’ (সুনানে নাসাঈ)

৩. কবরের দিকে ফিরে নামাজ আদায়
রাসুল (সা.) নিষেধ করেছেন কবরের দিকে ফিরে নামাজ পড়া এবং কবরের ওপর বসা—দুই কাজই। (সহিহ মুসলিম)

৪. কবরস্থানে পশু জবাই
জাহেলি যুগের রেওয়াজ অনুযায়ী কবরের সামনে পশু জবাই করাকে তিনি শিরক ও বিদআত আখ্যা দিয়ে তা থেকে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ)

৫. কবরস্থানে হাসি-তামাশা ও উৎসব
হাদিসে এসেছে, কবরকে যেন উৎসবের স্থান বানানো না হয় এবং কবরস্থানে হাসি-তামাশা বা আনন্দোৎসব করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। (সুনানে আবু দাউদ)


ইসলামে কবরের প্রতি সম্মান প্রদর্শন ও সঠিক আদব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবরস্থানে কোরআনের আয়াত লেখা, কবরের উপর স্থাপনা নির্মাণ, পশু জবাই বা অন্য কোনো বিদআতমূলক কার্যক্রম স্পষ্টভাবে নিষিদ্ধ। মুসলিম হিসেবে আমাদের উচিত নবিজি (সা.)-এর নির্দেশনা মেনে চলা এবং কবরকে মৃত্যুর শিক্ষা ও আখিরাত স্মরণের একটি মাধ্যম হিসেবে দেখা।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন