এক বছর পর অবশেষে দাফন হল সেই ৬ অজ্ঞাত মরদেহ

বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গত বছরের জুলাই মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া গণ-অভ্যুত্থানে নিহত ছয় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ অবশেষে দাফন করা হয়েছে।
দীর্ঘ এক বছর ধরে পরিচয় শনাক্ত না হওয়ায় আদালতের নির্দেশে বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে মরদেহগুলো গ্রহণ করে আঞ্জুমান মফিদুল ইসলাম, পরে জুরাইন কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, “মরদেহগুলো এক বছরের বেশি সময় মর্গে সংরক্ষিত ছিল। এ সময়ে অনেকেই লাশ শনাক্ত করতে এসেছিলেন। কয়েকজনের ডিএনএ নমুনাও সংগ্রহ করে মিলিয়ে দেখা হয়, তবে কারও সাথেই কোনো মিল পাওয়া যায়নি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ অনুযায়ী আঞ্জুমান মফিদুল ইসলাম লাশগুলো গ্রহণ করে দাফন করেছে।”
আঞ্জুমান মফিদুল ইসলামের দাফন কার্যক্রমের দায়িত্বে থাকা কর্মকর্তা কামরুল আহমেদ বলেন, “আজ সকালে মরদেহগুলো গ্রহণ করি। পরে দুপুর ২টার দিকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়।”
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের আগে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছিল। ফরেনসিক রিপোর্টে উল্লেখ করা হয়, অধিকাংশের মৃত্যু হয়েছে আঘাতজনিত কারণে।
প্রসঙ্গত, ওই সময়কার রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় বহু মানুষ আহত ও নিহত হন। তবে এই ছয়জনের পরিচয় এক বছরেও নিশ্চিত করা সম্ভব হয়নি, যা নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের জন্য এক গভীর অনিশ্চয়তা ও যন্ত্রণার চিত্র ফুটিয়ে তোলে।
১২৪ বার পড়া হয়েছে