সর্বশেষ

আইন-আদালত

অর্থপাচারের মামলায় খালাস পেলেন জিকে শামীম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ ৮:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অর্থপাচারের মামলায় ১০ বছরের সাজা পাওয়া আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি এএসএম আব্দুল মবিন এবং বিচারপতি জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রায়ে তাকে খালাস দেন। আসামিপক্ষের একটি আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেওয়া হয়।

এর আগে, ২০২৩ সালের ১৭ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অর্থপাচার প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় জিকে শামীমকে ১০ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় তার সাত দেহরক্ষীকে চার বছর করে কারাদণ্ড ও মোট ৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আদালত রায়ে উল্লেখ করেন, নির্ধারিত ৬০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে দেহরক্ষীদের অতিরিক্ত এক বছর করে সাজা ভোগ করতে হবে। রায় ঘোষণার পরই সাজা পরোয়ানা জারি করে তাদের কারাগারে পাঠানো হয়।

২৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন