বেরোবির সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিম উল্লাহ গ্রেফতার

বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ ৭:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ড. কলিমউল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য ছিলেন। পাশাপাশি তিনি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি বড় সংগঠন "অধিকার সুরক্ষা পরিষদ" এক সময় তার বিরুদ্ধে ৭৯০ পৃষ্ঠার একটি শ্বেতপত্র প্রকাশ করে, যেখানে ১১১টি দুর্নীতির অভিযোগ তোলা হয়।
২০১৯ সালে বঙ্গবন্ধু পরিষদ নামক শিক্ষকদের একটি সংগঠন শিক্ষামন্ত্রীর কাছে ড. কলিমউল্লাহর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ৪৫টি লিখিত অভিযোগ জমা দেয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল, একটি রিসার্চ ইনস্টিটিউট এবং স্বাধীনতার স্মারক নির্মাণে অনিয়মের বিষয়েও ইউজিসির পৃথক তদন্ত কমিটি সত্যতা পায়। তদন্ত শেষে তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।
ড. কলিমউল্লাহ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সবসময় অস্বীকার করে আসছিলেন।
১৩০ বার পড়া হয়েছে