সার্জারির পর সুস্থ আছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ ৬:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ওপেন হার্ট সার্জারির পর এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সেক্রেটারি আব্দুস সাত্তার গণমাধ্যমকে জানান, ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। তিনি নিজে খাওয়া-দাওয়া করতে পারছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন বলে জানান তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চিকিৎসকরাই দেবেন।
এরই মধ্যে বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ডা. শফিকুর রহমান এখন অনেকটাই ভালো আছেন এবং তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত ২ আগস্ট সকাল ৭টায় ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একদল চিকিৎসক তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করেন।
১৩১ বার পড়া হয়েছে