সচিবালয়ে আজ অনুষ্ঠিত হবে উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক

বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ ৫:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকটি হবে সচিবালয়ের নবনির্মিত ২০ তলা ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে চলমান প্রশাসনিক কার্যক্রম এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি পৃথক বৈঠকেও অংশ নিতে পারেন বলে জানা গেছে। সেখানে তিনি নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দিতে পারেন।
বৈঠক উপলক্ষে সচিবালয়ে নিরাপত্তা এবং উপস্থিতি নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. নিকারুজ্জামান।
নির্দেশনায় বলা হয়েছে:
সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার আগে ১ ও ২ নম্বর গেট দিয়ে অফিসে প্রবেশ করতে হবে।
বিশেষভাবে ২০ তলা নবনির্মিত ভবনের (১ নম্বর ভবন) কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ের আগেই নিজ নিজ অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এদিন মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং উপদেষ্টাদের গাড়ি ১ নম্বর ভবনের সামনে, বেজমেন্ট কিংবা আশপাশের এলাকায় পার্কিং করা যাবে না।
বৈঠকে অংশগ্রহণকারী উপদেষ্টা, সিনিয়র সচিব ও সচিবরা ৫ নম্বর গেট ব্যবহার করে নির্ধারিত নিরাপত্তা পাসসহ সকাল ১০টার আগেই সম্মেলনকক্ষে প্রবেশ করবেন।
বৈঠকে অংশগ্রহণকারী গাড়িগুলো যাত্রী নামিয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের নির্ধারিত পার্কিং এলাকায় ফিরে যাবে।
সচিবালয়ে অবস্থানরত সবাইকে পরিচয়পত্র বহন করতে বলা হয়েছে।
প্রধান উপদেষ্টার অবস্থানকালে ১ নম্বর ভবনের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কক্ষে অবস্থান করতে হবে।
উপদেষ্টা ও সচিবদের সঙ্গে আগত গানম্যানদের সচিবালয়ে প্রবেশ করতে না দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
সার্বিক বিবেচনায়, বৈঠক ঘিরে সচিবালয়ে নিরাপত্তা ও শৃঙ্খলার দিকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।
১০৯ বার পড়া হয়েছে