ওএসডি ৭৬ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে আকস্মিক পদায়ন

বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ ৫:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ওএসডি অবস্থায় থাকা ৭৬ জন পুলিশ কর্মকর্তাকে রাজধানী ঢাকা থেকে সরিয়ে দেশের বিভিন্ন রেঞ্জ, জেলা ও ইউনিটে সংযুক্ত করেছে সরকার।
তাদের মধ্যে ১১ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রয়েছেন। হঠাৎ এমন পদায়ন নিয়ে প্রশাসনে নানা গুঞ্জন তৈরি হয়েছে।
জননিরাপত্তা বিভাগের একাধিক সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর ওএসডি হলেও এসব কর্মকর্তা মূলত ঢাকাতেই অবস্থান করছিলেন। তারা একাধিক দলে বিভক্ত হয়ে মাঝে মাঝে বৈঠকে বসতেন। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, কিছু কর্মকর্তা বর্তমান সরকারের নীতির বিরোধিতা এবং রাজনৈতিক আলাপেও জড়িত ছিলেন।
এছাড়া, সরকারের গুরুত্বপূর্ণ নথি ফাঁসের আশঙ্কার কথাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা ও প্রশাসনিক স্বার্থে, ঢাকায় অবস্থানরত এই কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন এলাকায় পাঠানো হয়েছে, যেন তারা আর একত্রিত হয়ে কোনো গোপন পরিকল্পনায় যুক্ত হতে না পারেন।
এই বিষয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি - মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, সংশ্লিষ্ট পদায়নের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই এসেছে।
গত ৬ আগস্ট (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ৭৬ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়নের আদেশ দেওয়া হয়।
পদায়নপ্রাপ্ত ডিআইজি পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আছেন:
শাহ্ মিজান শাফিউর রহমান – রংপুর রেঞ্জ
মিরাজ উদ্দিন আহম্মেদ ও মো. ইলিয়াছ শরীফ – সিলেট রেঞ্জ
মো. জাকির হোসেন খান ও মো. শাহ আবিদ হোসেন – চট্টগ্রাম রেঞ্জ
সৈয়দ নূরুল ইসলাম – রংপুর রেঞ্জ
জিহাদুল কবির – চট্টগ্রাম রেঞ্জ
মো. মনিরুজ্জামান – সিলেট রেঞ্জ
মো. মাহবুবুর রহমান – খুলনা রেঞ্জ
মঈনুল হক ও এস এম মোস্তাক আহমেদ খান – রাজশাহী পুলিশ একাডেমি
১০৭ বার পড়া হয়েছে