সাতক্ষীরায় সরকারি কলেজ সড়কে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকারি কলেজ সড়কে চরম দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মঙ্গলবার সকালে শহরের মেসলেমা একাডেমি সংলগ্ন সড়কের ধারে এই কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থায় পড়ে থাকার ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে পথচারী, শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন এবং সাধারণ যাত্রীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সমাবেশে জানানো হয়, গত ১৫ এপ্রিল সাতক্ষীরা পৌরসভার প্রায় ৯ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মাশরুবা ফেরদৌস ওই প্রকল্পের উদ্বোধন করেন। জার্মান ভিত্তিক কেএফডব্লিউ-এর অর্থায়নে ১৭ কোটি ৪৭ লাখ টাকার এ প্রকল্পের আওতায় সরকারি কলেজ রোডসহ মোট ১০টি সড়ক সংস্কার করার কথা ছিল।
তবে অভিযোগ রয়েছে, কাজ শুরু হওয়ার পর কিছু অংশে খোয়া ফেলে ও রুলার টেনে কাজ ফেলে রাখা হয়। বিশেষ করে পোস্ট অফিস মোড় থেকে করিম মেস পর্যন্ত অংশে এবং পুরাতন সাতক্ষীরা অংশে প্রায় আধা কিলোমিটার সড়কের বেশিরভাগ স্থানে পিচ তুলে ফেলা ও দুই পাশে ইট বসানোর জন্য খোঁড়াখুঁড়ি করে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে এলাকাবাসীর ভোগান্তি আরও বেড়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, সেক্রেটারি হাফেজ বেলাল হুসাইন, মাওলানা ইয়াহিয়া, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ইব্রাহিম হোসেন, স্থানীয় বাসিন্দা তালিম হোসেন, জয়নুল আবেদিন শামিম, মঞ্জুরুল ইসলাম, জহুরুল হক ও নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা এক সপ্তাহের মধ্যে সড়ক সংস্কার কাজ শুরু না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন, যার মধ্যে অবরোধের কথাও উল্লেখ রয়েছে।
১০৭ বার পড়া হয়েছে