সাতক্ষীরায় জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা

বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সহ জেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ৪ জন শহিদ পরিবারের সদস্য এবং ৯৭ জন জুলাই যোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেলার ইতিহাস ও গৌরবময় অতীত স্মরণে এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেন বক্তারা।
১২৫ বার পড়া হয়েছে