গাজায় ত্রাণের ট্রাক উল্টে ২০ ফিলিস্তিনি নিহত

বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ১০:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফিলিস্তিনের গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে খাবারের আশায় জড়ো হওয়া মানুষের ভিড়ে একটি ত্রাণবাহী ট্রাক উল্টে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
বুধবার (৬ আগস্ট) গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে জানান, রাতের দিকে একটি ত্রাণবাহী ট্রাক উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। তিনি বলেন, “ত্রাণের জন্য শত শত মানুষ জড়ো হয়েছিল। এই ভিড়ের মাঝেই ট্রাকটি উল্টে যায়।”
হামাসের মিডিয়া অফিস দাবি করেছে, ইসরায়েল কর্তৃপক্ষ চালকদের নিরাপদ পথ ব্যবহারে বাধা দিচ্ছে, ফলে তারা ঝুঁকিপূর্ণ রুটে চলতে বাধ্য হচ্ছে। এতে করে ক্ষুধার্ত মানুষজন ট্রাকগুলোর চারপাশে হুমড়ি খেয়ে পড়ছে এবং এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।
ত্রাণ বহরেও হামলা
এদিকে জর্ডান জানিয়েছে, গাজাগামী ত্রাণ বহরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আবারও হামলা চালিয়েছে। কয়েক দিনের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো ঘটল। জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি রয়টার্সকে বলেন, “ত্রিশটি ত্রাণবাহী ট্রাকের কনভয় বাধার মুখে পড়ে। এতে ত্রাণ পৌঁছাতে বিলম্ব হয়েছে, যা বিদ্যমান চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।”
তিনি ইসরায়েলের প্রতি এসব হামলা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
১০৬ বার পড়া হয়েছে