সর্বশেষ

জাতীয়

ফেব্রুয়ারির মধ্যে অর্থনৈতিক সংস্কারে জোর দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৯:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

স্বল্প সময়ের এই মেয়াদে দেশের অর্থনীতিতে যতটা সম্ভব সংস্কার আনতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার—এ কথা জানালেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “গতকাল নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। আমাদের হাতে সময় খুবই সীমিত। এই সময়ের মধ্যে যতটা সম্ভব প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নিচ্ছি এবং বাস্তবায়ন করছি।”

তিনি আরও বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি একদিনে শেষ হবে না। আমরা চেষ্টা করছি এমন কিছু উদ্যোগ নেওয়ার, যা পরবর্তী সরকারও এগিয়ে নিয়ে যেতে পারবে।”

অনুষ্ঠানে ব্যাংক খাতে দুর্নীতির চিত্রও তুলে ধরেন তিনি। তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক খাতে যে লুটপাট হয়েছে, তা নজিরবিহীন। আমার ছাত্র আহসান এইচ মনসুর, যিনি এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাকে বলেছেন—তিনি আইএমএফে চাকরির সময় ১০০টিরও বেশি দেশে কাজ করেছেন, কিন্তু কোথাও দেখেননি যে ৮০ শতাংশ ঋণের অর্থ লোপাট হয়ে গেছে।”

তিনি আরও উল্লেখ করেন, “একটি ব্যাংকে ২০ হাজার কোটি টাকা থাকলে তার ১৬ হাজার কোটি টাকাই তুলে নেওয়া হয়েছে। এই অর্থ সাধারণ মানুষের আমানতের টাকা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন