রাজনীতি
জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ব্যক্তিগত সফরে কক্সবাজার ভ্রমণের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের অংশ হিসেবে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
গুরুত্বপূর্ণ দিবসে কক্সবাজার ভ্রমণ: এনসিপির ৫ নেতাকে শোকজ

স্টাফ রিপোর্টার
বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ব্যক্তিগত সফরে কক্সবাজার ভ্রমণের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের অংশ হিসেবে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত একটি চিঠিতে সংশ্লিষ্ট পাঁচ নেতাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ৫ আগস্ট—জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী ও একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে—ওই পাঁচ নেতা পূর্ব অনুমতি না নিয়ে ব্যক্তিগতভাবে কক্সবাজার সফর করেছেন। বিষয়টি দলের রাজনৈতিক পর্ষদকে পূর্বে অবহিত করা হয়নি বলেও জানানো হয়।
এ বিষয়ে নেতাদের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
দলের নীতিমালার বাইরে গিয়ে এমন কর্মকাণ্ডে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে এনসিপি সূত্র।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর