সর্বশেষ

শিক্ষা

মাইলস্টোন স্কুলে পাঠদান শুরু, দুর্ঘটনার ১৫ দিন পর ফিরল স্বাভাবিক ছন্দ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৮:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার ১৫ দিন পর আবারো পাঠদান শুরু হলো রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে।

বুধবার সকাল থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা যথারীতি ইউনিফর্ম পরে ক্লাসে অংশ নেয়।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, সকাল সাড়ে ৮টা থেকে নিয়মিত পাঠ কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল সন্তোষজনক।

এর আগে গত রোববার শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলেও কোনো পাঠদান হয়নি। সেদিন নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও শোকসভা আয়োজন করা হয়। শিক্ষার্থীরা একে অপরের খোঁজখবর নিয়ে কিছু সময় কাটিয়ে বাসায় ফিরে যায়।

প্রসঙ্গত, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৩৪ জন, আহত অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী অনেক শিক্ষার্থী এখনও মানসিকভাবে বিপর্যস্ত। তাদের মানসিক আঘাত কাটিয়ে উঠতে মাইলস্টোন ক্যাম্পাসেই স্থাপন করা হয়েছে একটি বিশেষ কাউন্সেলিং সেন্টার। সেখানে শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষক ও অভিভাবকরাও মানসিক সহায়তা নিচ্ছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনায় ফিরিয়ে আনতে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন