সর্বশেষ

আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০, সেনা সদস্যসহ নিহত ৪

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৫:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ভয়াবহ ক্লাউডব্রাস্ট ও আকস্মিক বন্যার ঘটনায় এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে ১১ জন ভারতীয় সেনাসদস্যও রয়েছেন।

গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) উত্তরাখণ্ডের হিমালয়াঞ্চলীয় হারসিল এলাকায় এ বিপর্যয় ঘটে। এনডিটিভির খবরে বলা হয়েছে, ক্লাউডব্রাস্টের পর ক্ষীর গঙ্গা নদীর জলাধার অঞ্চল হঠাৎ প্রবল বৃষ্টিপাতে প্লাবিত হয়ে পড়ে। প্রচণ্ড পানির তোড়ে একটি পুরো গ্রাম ভেসে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, মাত্র কয়েক মিনিটের প্রবল বর্ষণে নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যায় এবং নিচু এলাকাগুলোতে নেমে এসে সবকিছু ধ্বংস করে দেয়। এতে অনেক মানুষ এবং স্থাপনা পানিতে ভেসে যায়। সেনাবাহিনীর একটি ক্যাম্পও প্লাবিত হয়, সেখান থেকেই ১১ জন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন।

উদ্ধার তৎপরতায় মাঠে নেমেছে সেনাবাহিনী। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখনো হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয়নি। বুধবার সকালেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, হিমালয় অঞ্চলজুড়ে বর্ষাকালে ক্লাউডব্রাস্ট একটি সাধারণ ঘটনা হলেও এর প্রভাব অনেক সময় ভয়াবহ রূপ নেয়। অল্প সময়ের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা সৃষ্টি হয় এবং তা নিম্নাঞ্চলে নেমে এসে ব্যাপক ক্ষতি করে।

২৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন