জাতীয়
আজ বুধবার (৬ আগস্ট) ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
ঢাকায় আজও থাকতে পারে বৃষ্টি, বাড়বে গরম

স্টাফ রিপোর্টার
বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৫:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আজ বুধবার (৬ আগস্ট) ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ।
গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
১০৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর