সর্বশেষ

রাজনীতি

এনসিপি নেতাদের কক্সবাজার সফর ঘিরে গুঞ্জন, বৈঠকের খবর অস্বীকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ১২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন শীর্ষ নেতার হঠাৎ কক্সবাজার সফর ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

বিশেষ করে ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে দলীয় কর্মসূচি এড়িয়ে কক্সবাজারে অবস্থান করায় প্রশ্ন উঠেছে—এ সফরের প্রকৃত উদ্দেশ্য কী?

দলটির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ বর্তমানে কক্সবাজারের ইনানিতে অবস্থান করছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, তারা সেখানে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে একটি হোটেলে বৈঠকে মিলিত হয়েছেন।

তবে এ ধরনের কোনো বৈঠকের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জ্যেষ্ঠ সদস্য সচিব তাসনিম জারা।

সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এটি একান্তই ব্যক্তিগত ভ্রমণ। পিটার হাস বা কোনো কূটনীতিকের সঙ্গে আমাদের কোনো বৈঠক হয়নি, এমনকি এমন কোনো পরিকল্পনাও ছিল না।”

তাসনিম জারাও একই সুরে বলেন, “কিছু গুজব ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা। আমাদের সফরের সঙ্গে কোনো রাজনৈতিক এজেন্ডা বা বৈঠক নেই।”


এনসিপির নেতারা আন্দোলনের বর্ষপূর্তির দিনে ঢাকার গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ না নিয়ে কক্সবাজারে অবস্থান করায় রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। অনেকেই বিষয়টিকে কাকতালীয় মনে করলেও, কারও কারও মতে এটি ভবিষ্যৎ কোনো কূটনৈতিক বা রাজনৈতিক সংলাপের ইঙ্গিতও হতে পারে।

তবে যতক্ষণ না সরাসরি প্রমাণ মেলে, ততক্ষণ এটিকে নিছক ‘গুজব’ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন