সর্বশেষ

জাতীয়

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ ও জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ৬:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্ণ হলো।

ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচি নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণাপত্রে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির মূলনীতিসমূহ তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, একইদিন রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টার। ভাষণে অন্তর্বর্তী সরকারের গত এক বছরের কর্মকাণ্ড, ২০২৪ সালের জুলাইয়ের গণহত্যার বিচার অগ্রগতি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি ২০২৬ সালের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করা হতে পারে।

একাধিক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভাষণে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণার প্রস্তুতি নিতে বলবেন। ফলে নির্বাচনকালীন প্রস্তুতি আরও আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে, তিন দিন পর অর্থাৎ ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। শুরুতে ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ৮ আগস্ট জাতির উদ্দেশে ভাষণের পরিকল্পনা থাকলেও, পরবর্তীতে আন্দোলনের দিনকেই কেন্দ্রবিন্দু করে উভয় কর্মসূচি আজই বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা জানান, “ভাষণটি রাত ৮টার কিছু আগে বা পরে সম্প্রচারিত হতে পারে। এতে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা, সংস্কার কর্মপরিকল্পনা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা থেকে আসা সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের রূপরেখা তুলে ধরা হবে।” তবে চূড়ান্ত সময়সূচি নির্ধারিত হবে আজ সকালেই।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন