ঝিনাইদহে শুরু হলো ৭ দিনব্যাপী বৃক্ষমেলা

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
'পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
সোমবার (৪ আগস্ট) সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, সহকারী বন সংরক্ষক গিয়াস উদ্দিনসহ জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
সামাজিক বনায়ন জোন এবং জেলা প্রশাসনের যৌথ আয়োজনে আয়োজিত এ মেলা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।
মেলায় অংশ নিয়েছে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি ২৪টি নার্সারি। স্টলগুলোতে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।
আয়োজকরা জানান, এ ধরনের মেলা পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজায়নে জনসম্পৃক্ততা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১৫২ বার পড়া হয়েছে