সর্বশেষ

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ছুটি নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ছুটির সময়সীমা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। অতিরিক্ত ছুটি ও হঠাৎ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ফলে শিক্ষার্থীদের পাঠদানে ঘাটতি তৈরি হচ্ছে—এমন বাস্তবতা বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্তের কথা ভাবা হচ্ছে।

বার্ষিক ছুটি কমানোর প্রস্তাব
বর্তমানে বছরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গড়ে ৭৬ দিন ছুটি থাকে। এই ছুটি ৫৬-৬০ দিনে নামিয়ে আনার একটি প্রস্তাব সরকার বিবেচনা করছে। তবে শনিবারের সাপ্তাহিক ছুটি এখনই বাতিল হচ্ছে না।

যৌথ সভায় বিষয়টি নিয়ে আলোচনা
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক যৌথসভায় ছুটি কমানোর বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়েছে। যদিও প্রাথমিক শিক্ষা বিভাগ প্রস্তাব দিলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এখনো চূড়ান্ত মত দেয়নি। সব পক্ষের মতামত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

২০২৬ সাল থেকে কার্যকর হতে পারে পরিবর্তন
সরকারি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের শিক্ষাবর্ষে ছুটির সংখ্যা অপরিবর্তিত থাকবে। তবে ২০২৬ সালের শিক্ষাপঞ্জি থেকে এই পরিবর্তন কার্যকর হতে পারে।

অতিরিক্ত ছুটিতে পাঠদানে ঘাটতি
বার্ষিক ছুটি ছাড়াও সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য অনিয়মিত বন্ধ মিলিয়ে অনেক সময় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতির হার কমে যায়। এর ফলে পরবর্তী শ্রেণিতে উঠলেও শিক্ষার্থীদের মধ্যে পর্যাপ্ত প্রস্তুতির অভাব দেখা যায়।

শিক্ষার মানোন্নয়নে কর্মঘণ্টা বাড়ানোর চিন্তা
ছুটি কমানোর পাশাপাশি বিদ্যালয়ের দৈনিক পাঠদানের সময় বাড়ানোর বিষয়েও ভাবছে সরকার। বিশেষজ্ঞদের মতে, দেশের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই শিফটে পরিচালিত হয়, ফলে শিক্ষার্থীরা পর্যাপ্ত শেখার সময় পায় না। এই ঘাটতি পুষিয়ে নিতে কর্মঘণ্টা বৃদ্ধির সুপারিশ করেছে সরকার গঠিত পরামর্শক কমিটি।

সর্বোপরি লক্ষ্য—শিক্ষার গুণগত মান নিশ্চিত করা
সরকার মনে করছে, ছুটি ও পাঠদানের সময় পুনর্বিন্যাসের মাধ্যমে শিক্ষার গুণগত মান বাড়ানো সম্ভব। তাই বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও, আগামী দিনের শিক্ষাপঞ্জিতে বড় পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন