বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা কঠোর করল মিশর

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মিশরে অন অ্যারাইভাল ভিসা পেতে বাংলাদেশি নাগরিকদের জন্য কঠোর শর্ত আরোপ করেছে দেশটির সরকার। সম্প্রতি ঢাকাস্থ মিশরীয় দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সোমবার (৪ আগস্ট) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কেবলমাত্র নির্দিষ্ট দেশসমূহ—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, শেনজেন অঞ্চলভুক্ত দেশ, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান অথবা নিউজিল্যান্ড—এর বৈধ ও পূর্বে ব্যবহৃত ছয় মাসের বেশি মেয়াদি ভিসা থাকলেই একজন বাংলাদেশি নাগরিক মিশরে পৌঁছে ২৫ মার্কিন ডলারে ‘অন অ্যারাইভাল ভিসা’ নিতে পারবেন।
তবে এই সুবিধা নিতে হলে যাত্রীকে অবশ্যই ফেরার টিকিট এবং কমপক্ষে ৫ হাজার মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা) সমপরিমাণ ব্যাংক ব্যালেন্সের প্রমাণ ইমিগ্রেশন কাউন্টারে দেখাতে হবে।
এছাড়া গালফ অঞ্চলে অবস্থানরত বাংলাদেশিরাও এই সুবিধার আওতায় পড়তে পারেন, তবে তাদের রেসিডেন্ট পারমিটের মেয়াদ ছয় মাসের বেশি হতে হবে এবং পেশাগতভাবে ‘দক্ষ শ্রমিক’ হিসেবে তালিকাভুক্ত থাকতে হবে।
দূতাবাস জানিয়েছে, ভ্রমণ পরিকল্পনার আগে সব শর্ত ও নীতিমালা ভালোভাবে জেনে নেওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত জটিলতা বা বিভ্রান্তির সম্মুখীন না হতে হয়।
১২০ বার পড়া হয়েছে