সর্বশেষ

সারাদেশ

সেনাবাহিনীর সাবেক প্রধান এম এ হারুন অর রশিদের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম এ হারুন অর রশিদ বীর প্রতীক আর নেই।

সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরীর চিটাগং ক্লাব লিমিটেডের গেস্ট হাউজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চিটাগং ক্লাব সূত্রে জানা গেছে, রোববার (৩ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে গেস্ট হাউজের তৃতীয় তলার ৩০৮ নম্বর রুমে উঠেছিলেন জেনারেল হারুন। পরে সন্ধ্যায় তিনি তার মামা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল এবং সাখাওয়াত হোসেনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান। রাত ১০টা ৪৫ মিনিটে তিনি পুনরায় ক্লাবে ফেরেন।

সোমবার সকালে প্রাতঃরাশে না আসায় ক্লাবের কর্মীরা তাকে ডাকাডাকি করেন। দীর্ঘসময় কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে উঁকি দিলে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে ক্লাব কর্তৃপক্ষ জেনারেল হারুনের মরদেহ উদ্ধার করে। দ্রুত চিকিৎসক ডেকে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনাস্থলে কোতোয়ালি থানা পুলিশ ও সিআইডি উপস্থিত রয়েছে। মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তার ভাগিনা, সাংবাদিক আরিচ আহমেদ শাহ জানান, এক সপ্তাহ আগে মৃত্যুবরণ করা ফুফাতো ভাই কে এম শাখাওয়াত হোসেনের পরিবারের প্রতি সমবেদনা জানাতেই চট্টগ্রামে আসেন জেনারেল হারুন।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম এ হারুন অর রশিদ বীর প্রতীক ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য তিনি "বীর প্রতীক" খেতাবে ভূষিত হন।

২৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন