সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে গরু চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৮:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জ শহরের যমুনার পশ্চিম তীরে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরী গ্রামে গরু চুরি সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনা সত্য জাতীয় সংবাদে পরিণত হয়েছে।

ঘটনাটি রোববার রাতে ঘটে। গণপিটুনির ঘটনায় ঘটনাস্থলে রাশেদুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হন। আরেকজন—আব্দুর রাজ্জাক (৪৩)—পাঁচ ঠাকুরী থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারা যাওয়ার আগে দুজনেরই হাতে বাঁধা ছিল।

নিহত আব্দুর রাজ্জাক পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে, ও রাশেদুল ইসলাম টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বেরিপটল গ্রামের রজ্জব আলী মণ্ডলের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানা ও নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সিরাজগঞ্জ নৌ পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, “গরু নিয়ে অবৈধভাবে যমুনা নদী পার করার সময় দুই যুবককে স্থানীয়রা আটক করে। উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।” তিনি আরও জানান, ঘটনাস্থলে রাশেদুল মারা যান। পরে রাজ্জাককে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেসুর রহমান বলেন, “নৌ পুলিশ সহায়তায় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এখনও মামলা হয়নি। গরুগুলো বগুড়ার সারিয়াকান্দি থেকে চুরি হয়ে এসেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে—তবে সম্পূর্ণ তদন্ত চলছে।”

পুলিশ কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, গণপিটুনির শিকার ব্যক্তিরাই প্রকৃত গরুচোর ছিলেন কি না, কিংবা অন্য কোনো উদ্দেশ্য থেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কি না—সব দিকই খতিয়ে দেখা হবে। প্রয়োজনে এর আগের কোনো অভিযোগ ও ব্যক্তিগত শত্রুতা সম্পর্কিত তথ্যও যাচাই করা হবে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন