নড়াইলে প্রতিবন্ধী বৃদ্ধের জমি আত্মসাতের অভিযোগ

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৮:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলার গুয়াখোলা গ্রামে প্রতিবন্ধী এক বৃদ্ধের জমি প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কমল চন্দ্র পাল (৭০) দীর্ঘদিন ধরে শেখহাটি ইউনিয়নের আফরা মৌজায় এক একর ১০ শতক জমির মালিক ছিলেন। অভিযোগ, তার সহজ-সরলতা ও নিঃসন্তান অবস্থার সুযোগ নিয়ে দুই ব্যক্তি ওই জমি নিজেদের নামে লিখিয়ে নিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী বিলাস গোস্বামী (৩৬) ও নিরব বৈরাগী (৩৫) নামের দুই ব্যক্তি পরিকল্পিতভাবে কমল পালের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে গত ১ জুন পরিবারের অজান্তে কৌশলে কমল পালের কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি নেন। এরপর নিজেদের স্ত্রীদের নামে জমি রেজিস্ট্রি করে নেন তারা।
জমি হাতছাড়া হওয়ার বিষয়টি বুঝতে পেরে কমল পাল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ জানান। এক পর্যায়ে এলাকাবাসীর চাপের মুখে অভিযুক্তরা জমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও গত ২৬ জুলাই রাতের আঁধারে পরিবারসহ এলাকা ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ।
ভুক্তভোগী কমল পাল বলেন, “আমি একজন শারীরিক প্রতিবন্ধী। হেঁটে চলতে পারি না। এই দুর্বলতা ও সন্তান না থাকার সুযোগ নিয়েই তারা আমার সব জমি লিখে নিয়েছে। আমি আমার জমি ফেরত চাই।”
স্থানীয় বাসিন্দা বকুল পাল, রূপচাঁদ পাল, অসীম বিশ্বাসসহ একাধিক ব্যক্তি জানান, কমল পালের প্রতি নির্মম প্রতারণা চালিয়েছে বিলাস ও নিরব। তারা দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানান।
শেখহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান বলেন, “আমাদের উপস্থিতিতে অভিযুক্তরা জমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে তারা পালিয়ে যায়। আশা করছি, প্রশাসনের হস্তক্ষেপে কমল পাল তার জমির অধিকার ফিরে পাবেন।”
এ ঘটনায় আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযুক্তদের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।
১১৮ বার পড়া হয়েছে