সাজিদ হত্যার প্রতিবাদে রাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৭:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
সোমবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘রাবিস্থ মিল্লাত পরিবার’ ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা ‘সাজিদের হত্যাকারীদের গ্রেপ্তার করো’, ‘ইবিতে কেন ছাত্র খুন?’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, এমন নানা স্লোগান দেন।
সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার বলেন, “সাজিদ ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার মেধাবী ছাত্র, কোরআনের হাফেজ এবং সংস্কৃতিমনা একজন তরুণ। তিনি জুলাই বিপ্লবেও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। অথচ তাকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনা ঘটার দশ দিন পার হয়ে গেলেও ইবি প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি।”
‘রাবিস্থ মিল্লাত পরিবার’-এর সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়প্রাঙ্গণ শিক্ষার্থীদের সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা। অথচ সাজিদের হত্যাকাণ্ডের ১০ দিন পার হলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রমাণ করে, তারা দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির আমিন বলেন, “সাজিদকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রশাসন যদি সময়মতো তদন্তে ব্যর্থ হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনের পথে যাব।”
প্রসঙ্গত, গত ১৭ জুলাই ইবির শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে সাজিদ আবদুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ফরেনসিক প্রতিবেদন অনুযায়ী, তাকে শ্বাসরোধে হত্যার পর পানিতে ফেলে দেওয়া হয়।
১১৬ বার পড়া হয়েছে