পানি বেড়ে যাওয়ায় খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৫:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি চলে যাওয়ায় খুলে দেওয়া হচ্ছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট।
সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টা থেকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খোলা থাকবে বলে জানিয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
রোববার (৩ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৭ এমএসএল—যা বিপৎসীমার কাছাকাছি। পরিস্থিতি বিবেচনায় সোমবার দুপুর ৩টা থেকে ১৬টি গেট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়া হবে। এতে প্রতিঘণ্টায় ৯ হাজার কিউসেক পানি নদীতে প্রবাহিত হবে।
এদিকে, বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট সচল রয়েছে, যেখান থেকে আরও ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।
কর্তৃপক্ষ আরও জানায়, রাঙামাটিতে বৃষ্টি অব্যাহত থাকলে হ্রদের পানির পরিমাণ আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে জলকপাটগুলো আরও বেশি উচ্চতায় খোলা হতে পারে।
১১৫ বার পড়া হয়েছে