সারাদেশ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শৈলকুপায় গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী, তিন মাসের কারাদণ্ড

এইচ এম ইমরান, ঝিনাইদহ
সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৫:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৩ আগস্ট) বিকেলে শৈলকুপা পৌর এলাকার বাজারপাড়া থেকে মধু দাস (২৮) নামের ওই যুবককে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশের একটি দল ওসি মাসুম খান এবং এএসআই আনিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে ১২.৫ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস আটককৃত মধু দাসকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আটক মধু দাস শৈলকুপা পৌর এলাকার বাজারপাড়ার মৃত মন্টু দাসের ছেলে।
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর