সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শওকত রহমান (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে হোগলবাড়ীয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শওকত রহমান ওই এলাকার জিয়াউর রহমানের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, খেলাধুলা শেষে শওকত তার ছোট ভাই শৌরভ ও কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যান তিনি।

পরিবার ও এলাকাবাসী অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে দৌলতপুর থানা পুলিশ এবং ভেড়ামারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালালেও সফল হতে পারেনি। পরে খুলনা থেকে ডুবুরি দল এনে রোববার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে শওকতের মরদেহ উদ্ধার করা হয়।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং উদ্ধার কার্যক্রম শুরু করি। পরবর্তীতে খুলনা ডুবুরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার সম্ভব হয়।”

দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, “মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।”

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন