সর্বশেষ

জাতীয়

শাহবাগে ছাত্রদলের সমাবেশ, রাস্তায় ভোগান্তি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রোববার রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

দুপুর ২টা থেকে মূল সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতা-কর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিমুখী সড়কে নির্মিত মঞ্চে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা অবস্থান নিয়েছেন। দলীয় পতাকা, ব্যানার ও নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ চত্বর। স্লোগানে উঠে আসে, ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনায় আছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

ছাত্রদল জানায়, জুলাই ঘোষণাপত্র ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানাতে তারা এই সমাবেশ করেছে। বরিশাল থেকে আসা এক নেতা রহমতউল্লাহ বলেন, “ফ্যাসিবাদ থেকে আমরা সবাইকে মুক্ত করেছি, এখন আমাদের নিরাপত্তা দরকার।”

সমাবেশকে ঘিরে শাহবাগ থেকে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

মালিবাগ থেকে চিকিৎসার জন্য শিশু সন্তানকে নিয়ে শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন মোহাম্মদ রাসেল নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি বলেন, “রাস্তা বন্ধ থাকায় আমাকে ঘুরপথে দোয়েল চত্বর হয়ে আসতে হয়েছে। ফেরার সময়ও অনেকটা পথ হেঁটে যেতে হচ্ছে।”

ছাত্রদলের নেতারা জানান, তারা একটি ইতিবাচক ছাত্ররাজনীতির ধারা তৈরি করতে চায়, যা অতীতের কলুষিত রাজনীতির বিপরীতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন