মাইলস্টোনে শিক্ষার্থীদের জন্য মোনাজাত, স্মরণে অশ্রু ঝরল সহপাঠীদের

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৯:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ১২ দিন পর আবারও চালু হলো একাডেমিক কার্যক্রম। যদিও প্রতিষ্ঠানটি খুলেছে, তবে এখনো বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষার নিয়মিত আয়োজন।
রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ চত্বরে আয়োজন করা হয় নিহতদের স্মরণে এক বিশেষ সভা। কালো ব্যানার, মোমবাতি, ফুল আর শিক্ষার্থীদের ছবি ঘিরে নির্মিত এই সভায় কান্নায় ভেঙে পড়েন অনেক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। পুরো ক্যাম্পাসে যেন নেমে এসেছিল এক নিস্তব্ধ বিষাদের ছায়া।
কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর খান জানান, সবার সম্মিলিত সহায়তায় ধীরে ধীরে স্বাভাবিকতায় ফেরার চেষ্টা চলছে। তিনি বলেন, “আর কেউ নিখোঁজ নেই, যাদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি, তাদের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।”
তিনি আরও জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক স্বস্তির জন্য কাউন্সেলিং চলছে। মঙ্গলবার (৫ আগস্ট) থেকে ক্লাস ও পরীক্ষা নিয়মমাফিক চালু করার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, কলেজের আরেক অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম জানান, সোমবার (৪ আগস্ট) ক্লাস থাকছে না। তবে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির জন্য আলোচনা চলবে। পাঠদান পুরোপুরি শুরু হবে বুধবার থেকে।
তিনি বলেন, “পরবর্তী তিন মাস আমরা নিয়মিত মানসিক কাউন্সেলিং সেশন চালিয়ে যাবো যাতে শিক্ষার্থীরা ধীরে ধীরে মানসিক ভারসাম্য ফিরে পায়। আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে নিহতদের তালিকাও প্রকাশ করা হয়েছে, যাতে কেউ বিভ্রান্ত না হন।”
জিয়াউল আলম বলেন, “আমরা এখন আহত এক পরিবার। তবে এই শোক সামলে সামনে এগিয়ে যেতে চাই। যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এখন দরকার সহানুভূতি—not গুজব।”
উল্লেখ্য, ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে বহু শিক্ষার্থী হতাহত হন।
১০৭ বার পড়া হয়েছে