যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আনবে ভারত

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৯:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা এবং সম্ভাব্য অর্থনৈতিক শাস্তির হুমকির পরও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে ভারত।
দেশটির সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইঙ্গিত দেন যে, রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ভারতকে অতিরিক্ত জরিমানা গুনতে হতে পারে। এছাড়া, যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানির ওপর ২৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের কথাও জানান তিনি।
তবে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে যাচ্ছে। এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে ভারত সরকারের দুটি সূত্র জানায়, রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে এখনই কোনো পরিবর্তন আসছে না।
একজন কর্মকর্তা বলেন, "এই চুক্তিগুলো দীর্ঘমেয়াদী এবং তা রাতারাতি বাতিল করা সম্ভব নয়।" তিনি আরও জানান, রাশিয়া থেকে ভারতের তেল আমদানির ফলে বৈশ্বিক বাজারে তেলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমেছে।
আরেকটি সূত্র জানায়, রাশিয়ার তেলের ওপর ইরান ও ভেনেজুয়েলার মতো সরাসরি নিষেধাজ্ঞা নেই। ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত দামের চেয়েও কম দামে রাশিয়া থেকে তেল কিনছে ভারত।
দ্য নিউ ইয়র্ক টাইমসেও শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকারের নীতিতে এখনো কোনো পরিবর্তন আসেনি এবং রাশিয়া থেকে তেল আমদানির সিদ্ধান্ত বলবৎ রয়েছে।
১৩৪ বার পড়া হয়েছে