সর্বশেষ

জাতীয়

প্রেস সচিবের নামে ভুয়া বক্তব্য ছড়াচ্ছে, ‘বাংলাফ্যাক্ট’-এর তথ্য প্রকাশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া মন্তব্য শনাক্ত করেছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ‘বাংলাফ্যাক্ট’।

সম্প্রতি একটি জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর ফটোকার্ডে শফিকুল আলমের নামে উদ্ধৃত করে বলা হয়, “যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো আসলে নন-ডিসপোজাল (অপ্রকাশ্য)। অনেক কিছু জানলেও এখন বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি। কোনো সামরিক চুক্তিও হয়নি।”

তবে ‘বাংলাফ্যাক্ট’-এর অনুসন্ধানে দেখা গেছে, প্রেস সচিব শফিকুল আলম এ ধরনের কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে তাদের পক্ষ থেকে জানানো হয়, ভুয়া বক্তব্য ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর অধীনস্থ ‘বাংলাফ্যাক্ট’ টিম জানায়, তারা দেশে প্রচলিত গুজব, ভুয়া খবর এবং অপপ্রচার রোধে কাজ করে যাচ্ছে এবং সঠিক তথ্য যাচাই করে জনসাধারণকে অবহিত করাই তাদের লক্ষ্য।

তারা আরও জানায়, দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে গণমাধ্যমে স্বচ্ছতা আনার প্রয়াস অব্যাহত থাকবে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন