সর্বশেষ

খেলা

নারী কোপা আমেরিকা : রোমাঞ্চকর ফাইনালে ব্রাজিলের পঞ্চম শিরোপা জয়

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৭:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারী কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে নাটকীয় এক ম্যাচে টাইব্রেকারে জয় তুলে নিয়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ব্রাজিল।

এই নিয়ে টুর্নামেন্টের ১০ আসরের মধ্যে ৯ বার চ্যাম্পিয়ন হলো তারা। ২০০৬ বাদে সব শিরোপাই গেছে ব্রাজিলের ঘরে।

ম্যাচটি নির্ধারিত সময়েই ছিল দারুণ নাটকীয়তায় ভরা। যোগ করা সময়ের পঞ্চম মিনিট পর্যন্ত ৩–২ ব্যবধানে পিছিয়ে ছিল ব্রাজিল। তখনই মাঠে নেমে জাদু ছড়ান অবসর ভেঙে ফেরা কিংবদন্তি মার্তা। তাঁর দুর্দান্ত শটে ম্যাচে ফেরে সমতা, গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে আবারও মার্তার গোলে ৪–৩ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। তবে ১১৫ মিনিটে লেইসি সান্তোসের গোলে আবার সমতা ফেরায় কলম্বিয়া—ম্যাচ চলে যায় টাইব্রেকারে। সেখানেও রোমাঞ্চের কমতি ছিল না।

পেনাল্টি শুটআউটে দুই দলই প্রথম পাঁচ শটে দুটি করে মিস করে। ষষ্ঠ শটে ব্রাজিলের লাউনি গোল করলেও ব্যর্থ হন কলম্বিয়ার জোরেলিন কারাভালি। এতে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।

ম্যাচে জোড়া গোল করলেও পেনাল্টি মিস করেন মার্তা। ম্যাচ শেষে আবেগময় প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলাম, যেন তিনি আমাকে এত বড় শাস্তি না দেন। আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু দল আমাকে আবার তুলে দাঁড় করিয়েছে।”

এই শিরোপা হয়তো ৩৯ বছর বয়সী মার্তার শেষ কোপা আমেরিকা ট্রফি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাঁকেই দেওয়া হয়েছে ‘টুর্নামেন্টের সেরা খেলোয়াড়’-এর খেতাব।

কলম্বিয়ার জন্য ফাইনাল যেন শেষ পাঁচ আসরের মধ্যে চারবারই ফাইনালে উঠে ব্রাজিলের কাছে হার।

ম্যাচের গোলগুলো:

কলম্বিয়া: লিন্ডা কাইসেদো (২৫’), আত্মঘাতী গোল (৬৯’), মাইরা রামিরেজ (৮৮’), লেইসি সান্তোস (১১৫’)
ব্রাজিল: অ্যাঞ্জেলিনা (৪৫+২’, পেনাল্টি), আমান্দা গুতিয়েরেস (৮০’), মার্তা (৯০+৫’ ও ১০৫’)

 

পেনাল্টি শুটআউট:
ব্রাজিল ৫ (২ মিস), কলম্বিয়া ৪ (৩ মিস)। 

২৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন