সর্বশেষ

আন্তর্জাতিক

রাশিয়ার সোচিতে ইউক্রেনের ড্রোন হামলায় জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৭:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার সোচি শহরের একটি তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে ১২০ জনেরও বেশি দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানিয়েছেন ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, কৃষ্ণ সাগরের তীরবর্তী ক্রাসনোদার অঞ্চলে অবস্থিত একটি ২ হাজার ঘনমিটার ধারণক্ষমতার জ্বালানি ট্যাংকে এই অগ্নিকাণ্ড ঘটে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর চালানো হামলায় তারা ইউক্রেনের পাঠানো ৯৩টি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ৬০টি কৃষ্ণসাগরের উপরে এবং একটি ক্রাসনোদার অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়।

তবে ইউক্রেন কতসংখ্যক ড্রোন হামলায় পাঠিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়।

এদিকে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোজাভিয়াতসিয়া নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে কিছু সময়ের জন্য সোচি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ রাখে। পরে পুনরায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি এবং ইউক্রেন সরকার থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখযোগ্যভাবে, গত মাসেও ইউক্রেনের ড্রোন হামলায় সোচির অ্যাডলার এলাকায় একজন নারী নিহত হয়েছিলেন।

ক্রাসনোদার শহরের কাছে অবস্থিত ইলস্কি তেল শোধনাগার, যা রাশিয়ার দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ শোধনাগার, অতীতে একাধিকবার ইউক্রেনীয় ড্রোন হামলার লক্ষ্য হয়েছে।

এছাড়া, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, ইউক্রেন সীমান্তবর্তী ভোরোনেজ অঞ্চলের আকাশে ১৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে। ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ড্রোন হামলায় সেখানে অন্তত চারজন আহত হয়েছেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভেও রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে কিয়েভের সামরিক প্রশাসন।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন