তেজগাঁওয়ে র্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ দুইজন আটক

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো মোড় এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৩ আগস্ট) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-২ এই তথ্য জানায়।
আটককৃত ব্যক্তিরা হলেন—মো. জহিরুল ইসলাম (২১) এবং মো. লিয়াকত আলী লিমন (৩৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীতে অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল শনিবার (২ আগস্ট) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুইজন অস্ত্রধারীকে আটক করা হয়।
তল্লাশির সময় একজনের দেহ থেকে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। পরে তাদের জিজ্ঞাসাবাদে লিয়াকতের বাসার ছাদ থেকে কাগজে মোড়ানো অবস্থায় ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র্যাবকে জানিয়েছে, তারা ঢাকাসহ আশপাশের এলাকায় সংঘবদ্ধভাবে মাদক, অবৈধ অস্ত্র বাণিজ্য, জমি দখল ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তারা অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতেন বলেও স্বীকার করেন।
র্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
১১২ বার পড়া হয়েছে