টঙ্গীতে গ্যাস লিকেজে বিস্ফোরণ : চার মাসের শিশুর মৃত্যু, বাবা-মা আশঙ্কাজনক

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টঙ্গীর মিরের বাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে চার মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (৩ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ রায়হান (৪ মাস) ও তার বাবা মোহাম্মদ রিপন (২৫) ও মা মোসাম্মৎ হাফিজা আক্তার (২০)-কে উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা রিপনের ভাই রাসেল জানান, সকালে তার ভাবি হাফিজা রান্না করছিলেন। এ সময় গ্যাস লাইনের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। "আমরা ধোঁয়া দেখে দৌঁড়ে যাই। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলেও রায়হানকে আর বাঁচানো যায়নি," বলেন রাসেল।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৮০ শতাংশ এবং তার স্ত্রী হাফিজার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া, তাদের দুজনেরই শ্বাসনালী দগ্ধ হয়েছে, যা তাদের অবস্থাকে আরও আশঙ্কাজনক করে তুলেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
১২০ বার পড়া হয়েছে