সর্বশেষ

জাতীয়

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করলো এনবিআর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৬:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আয়কর রিটার্ন দাখিলে ডিজিটাল পদ্ধতির আওতায় সবাইকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এখন থেকে সাধারণ করদাতাদের জন্য অনলাইনে (www.ctaxnbf.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়। আদেশ অনুযায়ী, ৪ আগস্ট ২০২৫ থেকে এই নিয়ম কার্যকর হবে।

তবে কিছু শ্রেণির করদাতাকে এই বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে। তারা হলেন:

প্রবাসী বাংলাদেশি
৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিক
শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি (সনদপত্র সাপেক্ষে)
মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি
এদের ক্ষেত্রে ইচ্ছা করলে অনলাইন রিটার্ন দাখিল করা যাবে, তবে বাধ্যতামূলক নয়।

এনবিআর আরও জানিয়েছে, অনলাইন রিটার্ন দাখিলের সময় কারিগরি সমস্যার মুখে পড়লে, করদাতাকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর লিখিতভাবে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনের পরই কাগজে রিটার্ন দাখিলের সুযোগ মিলবে।

আয়কর আইন ২০২৪-এর ধারা ৩২৮ (চ) অনুসারে এনবিআর এই আদেশ জারি করেছে।

গত বছর ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সরকারি কর্মকর্তা, সব তফসিলি ব্যাংক এবং কিছু বড় কোম্পানির কর্মীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছিল। এবারে তা সব সাধারণ করদাতার জন্য প্রযোজ্য হলো।

বর্তমানে দেশে ১ কোটি ৪৫ লাখ টিআইএনধারী থাকলেও মাত্র ৪৫ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন বলে চলতি বছরের ২৭ মার্চ এনবিআর চেয়ারম্যান এক অনুষ্ঠানে জানান।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন